চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হ্যাকিং কৌশল ফাঁস: তথ্যদাতাকে ধরতে সিআইএ-এফবিআই’র তদন্ত শুরু

সিআইএ’র হ্যাকিং কৌশল নিয়ে উইকিলিকস এর তথ্য ফাঁসের ঘটনার মূল হোতাকে ধরতে তদন্তে নেমেছে সিআইএ এবং এফবিআই।

উইকিলিকস তাদের হ্যাকিং কৌশল ও গোপন কোড সংক্রান্ত হাজার হাজার নথি প্রকাশের পর তারা যৌথভাবে এ ঘটনার তদন্তে নেমেছে বলে মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বুধবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ফাঁস করা নথিগুলো কিভাবে উইকিলিকস এর কাছে গেল সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এসব তথ্য সিআইয়ের ভেতর থেকে না বাইরে থেকে প্রকাশিত হয়েছে তদন্তে তাও খতিয়ে দেখা হবে।’

একইদিন সিআইএ’র একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘সন্ত্রাসী এবং শত্রুর হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে সিআইয়ের সামর্থ নষ্ট করতে উইকিলিকস এর সাজানো এই নথির কারনে দেশের সাধারণ মানুষ গভীর সংকটে পড়বে। এ ধরনের নথি প্রকাশ আমাদের কর্মকর্তা ও কর্মকাণ্ডের জন্য শুধু ঝুঁকিপূর্ণ নয়, এর মাধ্যমে সুসজ্জিত শত্রুরাও আমাদের ক্ষতি করতে পারে।’

সিআইএ স্মার্ট ফোন এবং স্মার্ট টিভি থেকে তথ্য চুরির কৌশল উন্নীত করেছিল বলে উইকিলিকস তাদের ফাঁস করা নথিতে উল্লেখ করেছে। তবে বুধবারে ফাঁস করা এই নথির বিশ্বাসযোগ্যতা নিয়ে সিআইএ, এফবিআই এবং হোয়াইট হাউস কোন মন্তব্য করতে অস্বীকার করেছে।