চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হ্যাকারদের কবলে ইনস্টাগ্রাম

নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে ইনস্টাগ্রামের বিপুল সংখ্যক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সম্প্রতি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ভেরিফাইড অ্যাকাউন্টধারীদের বিষয়টি জানায়। যদিও ফটো শেয়ারিং প্লাটফর্মটি নিরাপত্তা ত্রুটি দূর করা হয়েছে বলে দাবি করেছে। তবে হ্যাকাররা এর আগেই বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়েছে। তাদের দাবি, প্রায় ৬০ লাখ ব্যবহারকারীর তথ্য রয়েছে তাদের কাছে।

চুরি করা তথ্য ইন্টারনেটে বিক্রি করছে হ্যাকাররা। এর মধ্যে আছে তারকাদের ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস। নিরাপত্তা ত্রুটি সারানোর আগেই এই সকল তথ্য চুরি করা হয়েছে, এমনটা বলছে হ্যাকাররা। ১০ ডলারের বিনিময়ে এসব তথ্য কেনার সুযোগ দিচ্ছে তাঁরা।

অনলাইনে ব্যক্তিগত তথ্য বিক্রির বিষয়ে ইনস্টাগ্রামের একজন মুখপাত্র জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ শুরু করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।