চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হেরে সিমিওনের ওপর চড়াও ম্যানইউ সমর্থকরা

অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায় নেয়াটা মানতে পারেনি কিছু সমর্থক। তাদের উগ্র আচরণের শিকার হলেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে।

মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে হওয়া ম্যাচ শেষে দৌড়ে টানেলের ভেতর দিয়ে সিমিওনে মাঠ ছাড়ছিলেন। এমন সময় তাকে লক্ষ্য করে বস্তু নিক্ষেপ করা হয়।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে টানেলের দিকে দৌড় শুরু করেন সিমিওনে। তখনই নিক্ষেপ করা বস্তুগুলো তার পিঠে আঘাত করে। তিনি দৌড় না থামিয়ে টানেলের ভেতর ঢুকে যান।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টটেনহ্যামের সাবেক মিডফিল্ডার জেমি ও’হারা বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা, ম্যানেজারের দিকে কিছু ছুঁড়ে মারার জন্য আপনাদের ভেতর কিছু লোকের লজ্জিত হওয়া উচিৎ। আপনাদের নিষিদ্ধ করাসহ আরও কিছু করা উচিৎ। এটি দেখে আমি অসুস্থ বোধ করছি।

এটা মোটেও ভালো হয়নি। এসব অগ্রহণযোগ্য এবং এগুলো বন্ধ করতে হবে। কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ এসব ঘটনা আমি নিয়মিত দেখছি।