চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হেড কোচের আগেই ব্যাটিং পরামর্শক!

মাশরাফী-সাকিবদের জন্য হেড কোচ নিয়োগে ‘ধীরে চলো নীতি’ অবলম্বন করছে বিসিবি। জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের আগে কোচ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে হেড কোচের নিয়োগের আগেই ভালোমানের একজন ব্যাটিং পরামর্শক পেতে যাচ্ছে বাংলাদেশ দল।

ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে নিজের অফিসে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কোচ নিয়োগ সংক্রান্ত ইস্যুতে পুরনো কথার মাঝে নতুন খরবটি দেন তিনি, ‘আসন্ন সিরিজের আগে আমরা একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেয়ার চেষ্টা করছি। যিনি টপক্লাস। সে কে, সেটা এখন বলবো না।’

বাংলাদেশ দলের হেড কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছে রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স। দুজনেই বিসিবি কার্যালয়ে এসে দিয়ে গেছেন সাক্ষাতকার। নাজমুল হাসান জানালেন, আরও কয়েকজন আসবেন পরীক্ষা দিতে।

‘কয়েকজনের সঙ্গে কথা চলছে। আজকেও আমরা মেইল পেয়েছি। আপাতত মনে হচ্ছে যে, আগামী কিছুদিনের মধ্যে কয়েকজন আসবে। যারা বিভিন্ন জায়গায় কাজ করছে। কাজ শেষ হওয়ার আগে তারা আসতে পারছেন না। এদিকে, আমরা বর্তমান কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি। সামনের যে সিরিজ আছে, সেটার আগেই কোচ নিতে হবে, এমন কোনও তাড়াহুড়া নেই। এটা আগেও বলেছি। সিরিজটা নিজেরাই পার করে নিবো। কোচ নিয়োগের প্রক্রিয়াটা চলছে। এরমধ্যে হয়ে গেলে ভাল।’

কথা হয়েছে সাউথ আফ্রিকান কোচ গ্যারি কারস্টেনের সঙ্গেও। বিসিবি সভাপতি জানালেন কারস্টেন হতে পারেন ব্যাটিং পরামর্শক, ‘গ্যারি কারস্টেনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তবে হেড কোচ হিসেবে নয়। তার সঙ্গে কথা হয়েছে কনসালটেন্ট হিসেবে এবং শুধু জাতীয় দলে হয়ে নয়। সে সব বিষয়ে কাজ করবে। তবে ফেব্রুয়ারির আগে তাকে পাওয়া যাবে না।’

সাউথ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান কারস্টেন বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের কোচ। সামনের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত থাকবেন। বাস্তবতা বুঝে তাকে হেড কোচ হিসেবে প্রস্তাব করছে না বিসিবি, ‘আমরা হেড কোচকে অন্য জায়গায় দিবো না। সে দিক দিয়ে চিন্তা করলে সে আমাদের সঙ্গে ম্যাচ করে না। এর বাইরে কারস্টেনকে নিয়ে কাজ করা হতে পারে। হয়ত সে বছরে ছয় মাস কাজ করবে। ফেব্রুয়ারির পরে যদি আসে, তাহলে এ নিয়ে কথা হবে। আজ আমরা একটা মেইল পেয়েছি, ব্যাটিং পরামর্শক হিসেবে। সেটা নিয়ে আমরা পরে জানাবো।’

এ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের আগে তামিম-সাকিব-সৌম্যদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন মার্ক ও’নিল। তার আগে ছিলেন থিলান সামারাবাীরা।