চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হৃদয়ের সেঞ্চুরি, আফিফের ফিফটি

কানাডার বিপক্ষে শুরুর ধাক্কা সামলে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তৌহিদ হৃদয়ের দারুণ সেঞ্চুরি ও আফিফ হোসেনের ফিফটিতে ২৬৪ রান তুলেছে যুবারা।

মিডলঅর্ডার ব্যাটসম্যান হৃদয়ের ১২৬ বলে খেলা ইনিংসটি ১২২ রানের। তাতে চারের মার আছে ৯টি ও ছক্কা একটি। পাশাপাশি অর্ধশতক হাঁকানো সহ-অধিনায়ক আফিফের ইনিংসটি কাঁটায় কাঁটায় ৫০। আর ওপেনার মোহাম্মদ নাঈমের ব্যাটে এসেছে ৪৭ রান।

নিউজিল্যান্ডের লিংকনে টস হেরে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন ওপেনার পিনাক ঘোষ। দলীয় ২৯ রানের মাথায় ফিরে যান অধিনায়ক সাইফ হাসানও (১৭)। তৃতীয় উইকেট জুটিতে হৃদয়ের সঙ্গে ৫৯ রান তুলে দলীয় ৯১ রানের মাথায় ফেরেন নাঈমও।

পরে আফিফ হোসেনকে সঙ্গী করে ১১১ রানের জুটি গড়েন হৃদয়। শেষদিকে বাকি ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রেখে দলকে ভাল সংগ্রহ পাইয়ে দিয়ে ইনিংসের শেষ বলে আউট হন হৃদয়।