চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘হুমায়ূন আহমেদ মুগ্ধ হয়েছিলেন সেই তরুণের ভদ্রতায়’

১১ মার্চ রবিবার ছিল ইরেশ যাকের ও মিম এর বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের কাছের বন্ধু, আত্মীয় ও তারকারা। যাওয়ার কথা ছিল মেহের আফরোজ শাওনেরও। কিন্তু শেষ পর্যন্ত ট্র্যাফিক জ্যামের কারণে পৌছাতে পারেননি তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন-

‘আজ একটা বিবাহ অভ্যর্থনার [ওয়েডিং রিসেপশন (হেহেহে… বাংলায় আমি খারাপ না)] দাওয়াত ছিল… পাত্র হুমায়ূন আহমেদের স্নেহের একজন… তার সম্পর্কে হুমায়ূনের একটা গল্প ছিল অনেকটা এরকম—

লস এঞ্জেলস-এ একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছেন তারা সবাই… থাকছেন এক পাঁচতারকা হোটেলে… হুমায়ূনের রুম পড়েছে ২২ না ২৩ তম তলায়… হোটেলের সব রুম যেহেতু ধূমপান মুক্ত, তাই চেইন স্মোকার হুমায়ূনকে আধঘণ্টা পরপর নিচতলায় আসতে হয় সিগারেট খাওয়ার জন্য… ২২/২৩ তলা থেকে নিচে নামার সময় তিনি লক্ষ্য করলেন তাঁকে সঙ্গ দেয়ার জন্য অধূমপায়ী ঐ তরুণ প্রত্যেকবার নিচে নেমে আসে… তাদের মধ্যে তখন ছোট ছোট অনেক গল্প হয়… হুমায়ূন আহমেদ মুগ্ধ হয়েছিলেন সেই তরুণের ভদ্রতায়.., বিস্মিত হয়েছিলেন তরুণের বুদ্ধিমত্তায়…

ইরেশ যাকের আপনার অনুষ্ঠানে হুমায়ূনকে রেখে একা একা যেতে মন চাইছিল না… (না যাওয়ার কোনো একটা ছুতো খুঁজছিলাম হয়তো…) তাই ধানমন্ডি থেকে উত্তরার পথে রওনা হয়েও আড়াই ঘণ্টা ট্র্যাফিক জ্যামে বসে স্বাস্থ্যবান মশার কামড় খেয়ে বাড়ি ফিরে আসলাম… প্রিয়জনদের নিয়ে আপনার অসম্ভব সুন্দর জীবনের জন্য শুভকামনা…’