চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হিজড়ারা স্বীকৃতি পেলেও পায়নি অধিকার

হিজড়া জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও এখনও পায়নি পারিবারিক ও সামাজিক অধিকার। সবক্ষেত্রেই তারা চরম অবহেলা ও বৈষ্যম্যের শিকার। শুধু কাগজে-কলমে নয়; আর সব মানুষের মতোই পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় অধিকার চায় তারা।

২০০৯ সালে নাগরিক এবং ২০১৩ সালে হিজড়ারা তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পেলেও এখনো পায়নি প্রাপ্য অধিকার। কেবল কাগুজে স্বীকৃতিতেই আটকে আছে তাদের জীবন। বরাবরই তারা বঞ্চিত পূর্ব পুরুষের সম্পত্তি থেকে শুরু করে সব প্রাপ্য মৌলিক অধিকার থেকে।

জনপ্রতিনিধি ও সমাজ সেবা অধিদপ্তর বলছে, তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি হিজড়াদের সকল অধিকার পূরণের পথকে প্রশস্ত করেছে।

তবে মানুষ হিসেবে পূর্ণাঙ্গ অধিকার না পাওয়া পর্যন্ত তাদের কোনো আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে মনে করেন তৃতীয় লিঙ্গের এই মানুষেরা।

আরও দেখুন সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী’র পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের ভিডিও রিপোর্টে: