চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হার দিয়ে ওয়ানডে প্রত্যাবর্তন আমিরের

ফিক্সিং নিষেধাজ্ঞা থেকে ফিরে টি-২০তে জয় দিয়েই প্রত্যাবর্তন হয়েছিলো
পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। তবে তার ওয়ানডে প্রত্যাবর্তনের শুরুটা
হলো হার দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৭০
রানে হেরেছে পাকিস্তান। দল হারলেও বোলিংয়ে ২৮ রানে তিন উইকেট নিয়ে নিজের
ঝলক অব্যাহত রেখেছেন আমির।

টস হেরে প্রথম ব্যাট করে ৮ উইকেটে ২৮০ রান তোলে নিউজিল্যান্ড। দলীয় সর্বোচ্চ ৮২ রান করেন হেনরি নিকোলস। সমান ৪৮ রান করেছেন মিচেল স্যানটার ও ম্যাট হেনরি। ৩১ রান করার পর আঘাত পেয়ে মাঠ ছাড়েন মিচেল ম্যাকলেগান।

পাকিস্তানের হয়ে আমির ৩ উইকেটের সঙ্গে আনোয়ার আলীও নেন ৩ টি উইকেট। এছাড়া মোহাম্মদ ইরফান পান দুটি উইকেট।

কিউই  ইনিংসের জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। পুরো চার ওভার বাকি থাকতে ২১০ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। বাবর আজম সর্বোচ্চ ৬২, মোহাম্মদ হাফিজ ৪২ ও সরফরাজ আহমেদ ৩০ রান করেন।

স্বাগতিকদের হয়ে ট্রেন্ট বোল্ট চারটি ও গ্র্যান্ট ইলিয়ট তিনটি উইকেট নেন।

ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন হেনরি নিকোলস। দু’দলের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি, নেপিয়ারে।