চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হারের শিক্ষায় ঘুরে দাঁড়াতে চান জাভি

অতিরিক্ত সময়ে গড়ানো খেলায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ হাতছাড়া। ৩-২ গোলে হেরে কোপা ডেল রের শেষ ষোলো থেকেই বিদায়। বার্সেলোনার হতাশ যাত্রা দীর্ঘই হচ্ছে। ম্যাচ শেষে কোচ জাভি হার্নান্দেজ স্বীকার করে নিলেন বিলবাওয়ের ক্ষিপ্রতার কথা। সাথে জানিয়েছেন অভিনন্দনও।

‘বিলবাও আমাদের হারাতে পেরেছে ম্যাচে তাদের ক্ষিপ্রতার কারণে। আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারিনি। স্বাভাবিক খেলা খেলতে পারিনি। তাদের অভিনন্দন, অবিশ্বাস্য গতিময় ফুটবল খেলেছে। তারা দারুণ দল, গোছাল। দারুণ ফুটবল খেলেই আমাদের হারিয়েছে।’

‘আমরা বেশ কিছুদিন ধরেই ধুঁকছি। চেষ্টা চালিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত লড়াই করেছি, শেষে এসে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি। আমরা বাজে সময় পার করছি। আশা করি খুব শিগগিরই তা কেটে যাবে। দল হয়ে খেলতে না পারা আমাদের ভোগাচ্ছে। যথেষ্ট সুযোগ তৈরি করতে পারছি না। আমরা ভালো করার চেষ্টা অব্যাহত রেখেছি, ফেররান তরেসের গোল লক্ষ্য করলেই তা বুঝতে পারবেন।’

‘আমি মনে করি না হেরে যাওয়া মানেই সবকিছু শেষ। হার শব্দটি পছন্দ করি না, কেননা আমরা চেষ্টা করেছি। যদি হারেন, তবেই শেখার সুযোগ পাবেন। এখান থেকেই শিক্ষা নিতে চাই, আবার লড়াইয়ে নামতে চাই। আমাদের হাতে এখনো লা লিগা ও ইউরোপা লিগ রয়েছে। সেখানে ভালো করতে চাই।’

কোপার শেষ ষোলোর ম্যাচটিতে দ্বিতীয় মিনিটেই বার্সার বিপক্ষে এগিয়ে যায় অ্যাথলেটিক বিলবাও। নিকো উইলিয়ামসের অ্যাসিস্টে ইকার মুনিয়াইন গোল আনেন। ২০ মিনিটে তরেস বার্সাকে সমতায় ফেরান। বুসকেটসের পাসে বল পেয়ে কাতালান জার্সিতে প্রথম গোলের দেখা পান।

ম্যাচের ৮৬ মিনিটে ইনিগো মার্টিনেজের গোলে বিলবাও আবারো লিড পায়। যোগ করা সময়ে দানি আলভেজের পাসে বল পেয়ে পেদ্রি গোল করলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মুনিয়াইন স্পটকিকে গোল করে বিলবাওকে শেষ আটের টিকেট এনে দেন। বক্সের ভেতর আলবার হাতে বল লাগলে ভিএআরে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।