চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘হারলেও বাংলাদেশ-জিতলেও বাংলাদেশ’

দেশের সকল ক্রিকেট প্রেমিকদের উৎসর্গ করে রায়হান রাফী নির্মাণ করেছে‘ জানের দেশ বাংলাদেশ’। যেখানে মূল থিম রাখা হয়েছে ‘হারলেও বাংলাদেশ-জিতলেও বাংলাদেশ’।

গতকাল হোম ক্রিকেটে টাইগারদের বিপক্ষে ২১ রানের জয় পায় ইংল্যান্ড। জয়ের কাছকাছি গিয়েও স্বপ্ন ছুঁতে না পারায় ক্রিকেট প্রেমীদের উৎসব থেমে যায়। কিন্তু হারের পরও যেন টাইগার ভক্তদের উৎসব থেমে না যায়, সেকারণে মূলত তৈরি হয়েছে এ শর্টফিল্ম।

তিন মিনিটের শর্টফিল্মে দেখানো হয়, কোটি বাঙালির হৃদয়ে শুধু যখন একটি চাওয়া বাংলাদেশ জিতবে কিন্তু কোনো কারণে হেরে গেলে ভক্তরা যেন হতাশ না হন এবং মাশরাফি- মোস্তাফিজ কিংবা তাসকিনদের ভুলে না যান। কারণ খেলায় জয় যেমন প্রত্যাশিত, তেমনি পরাজয়কেও মেনে নেওয়াটা প্রকৃত প্রেমিকের কাজ।

শর্টফিল্মে আরো দেখানো হয় বাংলার মানুষরা কিভাবে টাইগারদের তাদের হৃদয়ের ভালোবাসায়-আবেগে ছড়িয়ে রেখেছেন।

কারণ হারলেও বাংলাদেশ-জিতলেও বাংলাদেশ কোটি বাঙালির কণ্ঠের প্রতিধ্বনি।