চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হামলাকারী তিউনিশিয়ান বংশোদ্ভূত

ফ্রান্সের জনতার ভিড়ে তুলে দেওয়া লরির ড্রাইভার তিউনিসিয়ান
বংশোদ্ভূত ফরাসি নাগরিক বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এএফপি।

পুলিশের বরাতে এএফপি জানায়, লরির ভেতরে পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৩১ বছর।

ঘটনার এক পর্যায়ে ওই লরি চালককে পুলিশ গুলি করে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও তার চেষ্টা চলছে বলে জানিয়েছে সূত্রটি। তবে পরিচয়পত্রে তাকে নিস শহরের বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠানে সমবেত জনতার ভিড়ে গুলি চালানোর পাশাপাশি লরি তুলে দেওয়ার ঘটনায় নিহত হন কমপক্ষে ৮০ জন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।