চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাবিবের সুর আর কণ্ঠ দিচ্ছেন আসিফ

আসিফ আকবর আর হাবিব ওয়াহিদ—দেশের সংগীত অঙ্গনে দুজনই দারুণ জনপ্রিয়। কে একটু বেশি, কে কম— তা বলা মুশকিল। এবার তারা একসঙ্গে কাজ করছেন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আসিফ লিখেছেন, ‘আমি আর হাবিব একসঙ্গে কিছু কাজ করার ইচ্ছা পোষণ করি। আমরা দুজন খুব দ্রুত বসে সিদ্ধান্ত নিয়ে ফেলব। প্রাথমিক আলোচনা শেষ। হাবিবের সুর আর কম্পোজিশনে আমার ভয়েস মানুষের কানে পৌঁছুবে। আমরা দুজনই রোমাঞ্চিত।’

সরাসরি না বললেও ধারণা করা হচ্ছে, এবার ঈদেই তাদের গান এমনকি মিউজিক ভিডিও পাওয়া যেতে পারে।

গত কিছুদিন থেকেই হাবিবের কাজের ব্যাপারে উচ্ছ্বসিত প্রশংসা ক​রছেন আসিফ। এই যেমন গতকাল বুধবার তিনি লিখেছেন, ‘হাবিব এবং আমি, আমরা দুজনই দুজনের প্রতি শ্রদ্ধাশীল এবং ভালবাসায় পরিপূর্ণ। জয়তু মামতো ভাই, গ্রেট হাবিব ওয়াহিদ।’

হাবিবের বাবা পপ স্টার ফেরদৌস ওয়াহি​দকে ‘মামা’ বলে সম্বোধন করেন আসিফ। জানালেন, ২০০৩ সালে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে একটি ডুয়েট অ্যালবাম করেছিলেন। নাম ‘ঠিকানা বিহীন পথে’। ২২ বছর পর ওটা ছিল ফেরদৌস ওয়াহিদের নতুন কোনো অ্যালবাম।

হাবিবের ‘আহ্বান’ অ্যালবাম বের হওয়ার পর তাকে অভিনন্দন জানাতে মুঠোফোনে যোগাযোগ করেন আসিফ। হাবিব খুশি হয়ে বললেন, ‘ভাই আমিতো গায়ক না, গায়ক হলেন আপনি। মানুষ পছন্দ করে তাই গাই।’

আসিফ বললেন, ‘নানা কারণে হাবিবের সঙ্গে কাজ করা হয়নি। ​সংগীত অঙ্গনে গুঞ্জন ছিল, আমি নাকি হাবিবের প্রতিদ্বন্দ্বী, আমাদের মধ্যে দূরত্ব আছে। এ কথাগুলো পুরোটাই অনুমান নির্ভর। আমাদের কাজের ভুবন আলাদা। আমি যখন লন্ডনে গিয়েছি, হাবিব নিজে আমাকে যথেষ্ট সময় দিয়েছেন।’