চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ফাইটার মুরগির গবেষণা খামার

ফাইটার মুরগির গবেষণা খামার গড়ে তোলা হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ প্রাণিজ আমিষের উৎস এবং সেইসাথে গ্রাম বাংলার ঐতিহ্য মোরগ লড়াইকে টিকিয়ে রাখতে পালন করছে আছিল জাতের ওই মুরগি।

ফাইটার মুরগীর খামার এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রী ছাড়াও বাইরে থেকে অনেক দর্শনার্থী আসছেন মুরগি দেখতে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ‘অডিটোরিয়াম টু’ এর পাশে গড়ে তোলা হয়েছে এ খামার।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের তত্ত্বাবধানে চলছে আছিল মুরগির ওপর গবেষণা। একজন প্রাণিসম্পদ কর্মকর্তা এ নিয়ে পিএইচডি করছেন।