চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাওরে বাঁধ ভেঙে ফসলের ক্ষতি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরের একমাত্র বোরো ফসলহানীর ঘটনায় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে ‘হাওর বাঁচাও আন্দোলন’ সুনামগঞ্জ জেলা কমিটি।

বুধবার বেলা ১১টায় কৃষকের ফসল রক্ষার দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, সময়মতো বাঁধের কাজ না করায় আজ হাওরে এ বিপর্যয়। একের পর এক হাওরের ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। বাঁধ নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া দাবিও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

সেসময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি আলী হায়দার, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ প্রমুখ।