চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাওরের পানি স্বাভাবিক হতে শুরু করেছে: ঢাবি বিশেষজ্ঞ দল

এম এ সালাম, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি স্বাভাবিক হতে শুরু করেছে। কমে গেছে অ্যামোনিয়ার প্রভাব।হাওরের পানি প্রাথমিক পরীক্ষা নীরিক্ষা শেষে এসব কথা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল।

হাকালুকি হাওরের পানির বর্তমান অবস্থা নির্ণয় করতে কুলাউড়া উপজেলার ভূকশিমূইল এলাকায় যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৫ সদস্যের বিশেষজ্ঞ দল। সেখানে তারা হাওরের পানি পরীক্ষা করেন।

এ সময় বিভিন্ন ধরনের পরীক্ষা করে বিশেষজ্ঞ দলের প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার জানিয়েছেন, গত এক সপ্তাহ আগে হাওরে অক্সিজেন কমে মাছসহ জলজ প্রাণী মারা যায়। সে অবস্থা এখন আর নেই। বর্তমানে পানি ভালো আছে। হাকালুকির পরিবেশ স্বাভাবিক হয়েছে। পানির নমুনা সংগ্রহ করা হয়েছে, ঢাকায় গিয়ে ল্যাবে পরীক্ষা করে  আরো বিস্তারিত জানা যাবে।