চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হলি আর্টিজান: ভিডিওতে দেখুন নতুন ও পুরাতন হলি আর্টিজান

ভয়াবহ জঙ্গি হামলা ঘটনার পর বিধ্বস্ত সেই হলি আর্টিজান আবারও ঘুরে দাঁড়িয়েছে। ছোট পরিসরে বেকারি চালু করে কাস্টমারদের ভাল সাড়া পাচ্ছেন তারা। গুলশান-২ নম্বরে গোল চত্বরের কাছাকাছি ১৫৩/এ গুলশান নর্থ অ্যাভিনিউয়ে হলি আর্টিজান বেকারিতে ব্যস্ত সময় পার করছেন কর্মচারিরা।

র‌্যাংগস আর্কেডের দোতলায় ও সুপারশপ গোরমেট বাজারের একটি অংশে চলছে বেকারির কার্যক্রম। গত ১০ জানুয়ারি চালু করা হয়েছে বেকারিটি।

২০১৬ সালের ১ জুলাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে রাজধানীর অভিজাত গুলশান-২ নম্বর এলাকায়। সেখানে হলি আর্টিজান বেকারি ও রেস্তোরাঁয় জিম্মি করে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। জিম্মিদের উদ্ধার করতে গিয়ে অভিযানে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরের দিন যৌথ বাহিনীর অভিযানে পাঁচ হামলাকারী জঙ্গিসহ ছয়জন নিহত হয়। এরপর বন্ধ হয়ে যায় রেস্তোরাঁটি।

বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে: