চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হলি আর্টিজানের চার্জশিট হলো, সাগর-রুনি হত্যা মামলার কবে?

হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দিয়েছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সোমবার দুপুরে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এর আগে সিটিটিসির দেয়া চার্জশিটে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে বাদ দিয়ে চার্জশিট হওয়ায় সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। তবে তার ‘কোন সংশ্লিষ্টতা না পাওয়ায়’ চার্জশিট থেকে তাকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের পয়লা জুলাই রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা দুই পুলিশ কর্মকর্তা এবং ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয় ও এক মার্কিন নাগরিককে হত্যা করে। তিনজন বাংলাদেশিও নিহত হয় ওই জঙ্গি হামলায়। দুই বছর পরে হলেও আলোচিত এই ঘটনার চার্জশিট দাখিল বিচারিক কাজের একটি বড় অগ্রগতি বলে আমাদের মনে হয়েছে।

তবে ৬ বছর আগের আলোচিত আরেক ঘটনা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, ওই ঘটনার মামলার চার্জশিটতো দূরের কথা তদন্ত প্রতিবেদন দেবার তারিখ ৫৯বার পিছিয়েছে। আদালতের নানা ধরণের নির্দেশনা থাকার পরও এভাবে পিছিয়ে যাচ্ছে তারিখ। এসব কারণে সাগর-রুনির পরিবারের সদস্যরা হতাশা প্রকাশ করে আসছেন কয়েকবছর ধরেই। মামলার বিভিন্ন আলামত নষ্টেরও আশঙ্কা করেছেন তারা। দুটি ঘটনার মধ্যে কোনো মিল না থাকলেও সাংবাদিক দম্পতির হত্যা মামলায় বিচার শুরু না হওয়ার  বিষয়টি খুবই উদ্বেগজনক!

আইনশৃঙ্খলা বাহিনী দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কিন্তু দু:খজনক হলেও সত্য যে, অনেক আলোচিত মামলাই দেশে অমিমাংসিত রয়ে যাচ্ছে নানা জানা-অজানা কারণে। গণতান্ত্রিক দেশে আইনের শাসন জোরদার আর সামাজিক/রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রাখতে ছোটবড় সব ঘটনার বিচারিক সমাধান হওয়া জরুরি বলে আমরা মনে করি। হলি আর্টিজান ঘটনায় বিচারিক অগ্রগতির মতো সাগর-রুনি হত্যা মামলাসহ বিভিন্ন আলোচিত মামলার কার্যক্রমে গতি আসুক, এই আমাদের প্রত্যাশা।