চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হলিউডের আগেই ঢাকায় ‘জনি ইংলিশ’-এর নতুন ছবি

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মুক্তির আগেই ছবিটি দেখার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছেন ঢাকার দর্শকরা

দম ফাটানো হাসির ছবি নিয়ে ২০০৩ সালে সাড়া ফেলে দিয়েছিলেন মিস্টার বিন খ্যাত তারকা অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। সেই ছবির নাম ছিলো ‘জনি ইংলিশ’। বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিলো ছবিটি।

এরপর ২০১১ সালে ‘জনি ইংলিশ’-এর সিক্যুয়াল ‘জনি ইংলিশ রিবর্ন’ নিয়ে আসেন এই অভিনেতা। এর প্রায় সাত বছর পর এবার আসছে ‘জনি ইংলিশ’-এর তৃতীয় সিক্যুয়াল!

নতুন ছবির নাম ‘জনি ইংলিশ স্ট্রাইকস এগেইন’। ছবিটির জন্য মুখিয়ে আছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দর্শক। অথচ এই দুই দেশে মুক্তির আগে নাকি ছবিটি দেখার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছেন ঢাকার দর্শকরা!

হ্যাঁ, বাংলাদেশের দর্শকদের জন্য ফের চমকপ্রদ খবর! যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আগেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে মি. বিন-খ্যাত অভিনেতা রোয়ানের নতুন ছবি ‘জনি ইংলিশ স্ট্রাইকস এগেইন’! দেশের দর্শকদের এই চমকটি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

যুক্তরাজ্যে ৫ অক্টোবর এবং যুক্তরাষ্ট্রে ২৬ অক্টোবর মুক্তি পাবে ‘জনি ইংলিশ’-এর নতুন ছবিটি। আর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর! এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানালেন স্টার সিনেপ্লেক্সের বিপনন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

ডেভিড কের পরিচালিত গোয়েন্দা কমেডিনির্ভর এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোয়ান অ্যাটকিনসন। এ ছাড়া বেন মিলার, এমা থম্পসনসহ আরো অনেকে রয়েছেন।

ছবিতে রোয়ান অ্যাটকিনসনকে দুধর্ষ অথচ মজার গোয়েন্দা হিসেবে দেখা যাবে। কঠিন কঠিন সব রহস্যের অভিযান শক্তহাতে কমেডির সাথে জয় করবেন তিনি।

জনি ইংলিশ এবং অ্যাটকিনসনের আরেক চরিত্র কিংবদন্তি মি. বিনের অ্যানিমেশন সিরিজ ১৯৫টি দেশে প্রচার হয়। তবে ৬৩ বছর বয়সী রোয়ান অ্যাটকিনসন আনুষ্ঠানিকভাবে ‘মি. বিন’ থেকে অবসর নিয়েছেন। আর ‘স্ট্রাইকস এগেইন’ও হয়তো জনি ইংলিশ হিসেবে এ অভিনেতার শেষ ছবি।