চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হজ ফ্লাইট শুরু ১৬ আগস্ট

এবার হ্জ ফ্লাইট শুরু হবে ১৬ আগস্ট এবং তা শেষ হবে ১৮ সেপ্টেম্বর। এরপর ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। বৃহস্পতিবার বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত আন্ত:মন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ত্ব করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এখনও পর্যন্ত এক লক্ষ এক হাজার সাতশ’ ৫৮ জন হজ যাত্রী টিকেট কেটেছেন। বিমানন্ত্রী জানান, এবার হজ যাত্রীদের বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স।

তিনি নিশ্চিত করেন আগের বছর টিকেট নিয়ে যে বিশৃঙ্খলা হয়েছিলো তা এবার হবে না। প্রতিবছর জমজম কূপের পানি সৌদি থেকেই হাজীরা নিয়ে আসেন। তবে এবার ফিরতি ফ্লাইটে দেশে ফেরার পর বিমানবন্দরেই জমজমের পানি তাদের হাতে তুলে দেয়া হবে।

হজ যাত্রীদের সুবিদার্থে মক্কা এবং মদিনায় বাংলাদেশের পক্ষ থেকে দুটি অফিস খোলা হয়েছে। সৌদি বিমনবন্দরে নেমে হাজীদের যেন কোনো সমস্যা না হয় এজন্য এয়ারলাইন্সের পক্ষ থেকে সেখানে থাকা বাংলাদেশিরা  এ অফিসে হাজীদের মালমাল চলে পৌঁছে দেবে। গত বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ শীর্ষে ছিলো। এবারো সেই স্থান ধরে রাখতে চায় সরকার।