চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এক দোকানেই মজুদ ২০ হাজার লিটার সয়াবিন তেল, অভিযান-জরিমানা

টাঙ্গাইলের নাগরপুরে ২০ হাজার লিটার সয়াবিন তেল মজুদের দায়ে বিশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ।

বুধবার দুপরে নাগরপুর বাজারে এক অভিযানে ভোজ্য মজুদের দায়ে তেল ব্যবসায়ী শংকর সাহার কাছ থেকে এ অর্থ আদায় করা হয়। এছাড়াও বাজারের খুচরা বিক্রেতা অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ী হেলাল উদ্দিনকে এক হাজার ও একই অপরাধে সবুজ মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক সৈয়দা তামান্নার নেতৃত্বে নাগরপুর বাজারে এক যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় বাজারে সয়াবিন তৈলের বোতলের গায়ের মূল্যের চেয়ে দাম বেশি রাখায় দুই দোকানীকে ৩ হাজার টাকা ও স্বার্না এন্টারপ্রাইজের ব্যবসায়ী শংকর সাহার বাসা থেকে ২০ হাজার লিটার মজুদ তেল পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সৈয়দা তামান্না কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যবসায়ী আগের দামে তেল বিক্রির অঙ্গীকার করায় এবং বাজারে তেলের সরবরাহে যাতে বিঘ্ন না হয় সে কারণে ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, বাজারে সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।