চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদের পরেও মহাসড়কে চলছে মৃত্যুর মিছিল

ঈদের পরেও দেশের বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনায় মানুষের মৃত্যুর মিছিল এখনও চলছে। এরই ধারাবাহিকতায় সাভারের ধামরাই ও আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতদের এখন পর্যন্ত কোন বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

শনিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই কালামপুর এলাকায় প্রাইভেটকার-বাস মুখামুখি সংর্ঘষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও ৩ যাত্রী আহত হয়।

পুলিশ জানায়, ঢাকাগামী দুরপাল্লার ঈগল পরিবহনের বাস ও আরিচাগামী প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলে নিহত হয় ও আহত হয় আর ৩ জন।

‘খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর কিছুটা যানযটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে বাসটি আটক করা হয়।’

অন্যদিকে শনিবার ভোরে আশুলিয়ার কবিরপুরে লেগুনার হেলপার মহাসড়কে পড়ে গিয়ে পিছনে থাকা দ্রুতগামী বাসের চাপায় নিহত হয়।