চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্যরি, আই হ্যাভ অ্যা বয়ফ্রেন্ড: রোবট সোফিয়া

সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়া বাংলাদেশে এসেছেন। অনেকেই সোফিয়ার সঙ্গে কথা বলা এবং তাকে এক নজর দেখার জন্য ভীড় জমিয়েছিলেন ডিজিটাল ওয়ার্ল্ড মেলায়। অকল্পনীয় ভীড়ে সোফিয়ার কাছে পাত্তা না পেয়ে তার সঙ্গে কাল্পনিক কথোপকথন করেছেন তানভীর মেহেদী। ওই আলাপের চুম্বকাংশ চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য তুলে দেওয়া হলো-

– হাই সোফিয়া!
– স্যরি, আই হ্যাভ অ্যা বয়ফ্রেন্ড।

– সত্যিই তোমার বয়ফ্রেন্ড আছে?
– আরে নাহ। এভাবে রিপ্লাই দেয়া আমি বাংলাদেশের মেয়েদের কাছে শিখেছি।

– আর কী শিখলা?
– কিছু না, ভাইয়া।

– অতিরিক্ত ভাইয়া ডাকা নিষেধ! অন্যকিছু ডাকো।
– সিস্টেমে ভাইয়া ছাড়া আর কিছু দেয়া নাই।

– কেমন লাগছে বাংলাদেশ?
– শীত লাগে।

– মানুষজন কেমন লাগলো?
– মেয়েগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু ছেলেগুলো কালা কালা।

– আরে, ওইটা মেকআপের খেলা। তুমি রোবট! তুমি এই খেলা বুঝবা না। আর কিছু শেখো নাই?
– হুম।

– হুম কী?
– কিছু না।

– কিছু না কী?
– হুম।

– ধুর। কিছু তো বলো।
– (নো রিপ্লাই)

– কই গেলা?
– (নো রিপ্লাই)

– মানে কী? এমন করছো কেন? মেসেজের রিপ্লাই দাও না কেন?
– সিন করে রেখে দিছি ?

– সব জিনিস তো শিখে গেছো।
– আরও একটা শিখছি।

– কী শিখছো?
– সেটা শেষ কথা। তোমার সাথে যখন কথা বলতে আর ইচ্ছা করবে না তখন বলব।

– কী বলবা?
– তুমি আমার চেয়ে আরও ভালো রোবট পাবা…।