চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্বীকৃত পাঁচ বোলার খেলাতে চান তামিম

নিউজিল্যান্ডের উইকেট ও কন্ডিশন বিবেচনায় ওয়ানডে সিরিজে স্বীকৃত পাঁচ বোলার খেলানোর পক্ষে তামিম ইকবাল। যাদের মধ্যে অন্তত তিনজন হবেন পেসার।

ডানেডিনে শনিবার বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। তার আগে টাইগার অধিনায়ক জানালেন, বোলিং ইউনিট শক্তিশালী রাখার কথা।

‘আমরা অবশ্যই অন্তত তিনজন পেসার নিয়ে নামবো বলতে পারি। সাথে অলরাউন্ডার থাকবে। অধিনায়ক হিসেবে আমি অবশ্যই চাই পাঁচজন বোলার নিয়ে নামতে।’

‘কারণ, নিউজিল্যান্ডের কন্ডিশনে যদি চারজন বোলার নিয়ে খেলেন, অনেক সময় এটা কঠিন হতে পারে। এখানে মাঠগুলো একটু ছোট হয়, হাই-স্কোরিং গেম হয়। আমার কাছে মনে হয় পাঁচ প্রোপার বোলার নিয়ে নামা উচিত। আমরা সেটাই করতে যাচ্ছি।’

পেস বোলারদের জন্য আদর্শ দেশ নিউজিল্যান্ড। বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারে কিউই পেস আক্রমণ। বাংলাদেশও হুংকার দিতে চায় পেস দিয়েই।

ওয়ানডে ও টি-টুয়েন্টি সংস্করণে তিনটি করে মোট ৬ ম্যাচের জন্য সাত পেসার নিয়ে সফরে গেছে বাংলাদেশ। মোস্তাফিজ, তাসকিন, রুবেল, শরিফুল, সাইফউদ্দিন, আল-আমিন, হাসান মাহমুদের স্কোয়াডে অন্তর্ভুক্তি ইঙ্গিত দেয় পেস আক্রমণ দিয়েই কিউই-বধে লড়বে টাইগাররা।