চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্বাস্থ্য সেবা খাতে বরাদ্দ বেড়েছে এক হাজার ৩৫৩ কোটি টাকা

২০১৭-১৮ অর্থবছরে স্বাস্থ্য সেবা খাতে উন্নয়ন বাজেট হিসেবে সাত হাজার আট’শ ৪২ কেটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, আর অনুন্নয়ন বা বেতন-ভাতা খাতে আট হাজার তিন’শ ৪০ কোটি টাকা। গতবারের তুলনায় এবছর বাজেটে এক হাজার ৩৫৩ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে।

মূলত ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন-‘এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার’ আওতায় ‘স্বাস্থ্য বীমা’ খাতে অর্থ জোগাতে এবারের বাজেটে বাড়তি অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

ওই অর্থ ডায়াবেটিক, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ক্যান্সারসহ অসংক্রামক রোগ প্রতিরোধ-নিয়ন্ত্রণ ও জনসচেতনতায় খরচ হবে।

বিশ্লেষকরা বলছেন, প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করাও জরুরি। এর জন্য প্রয়োজন জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা কাঠামো, নিশ্চিত করতে হবে তাদের জবাবদিহিতাও।

বেসরকারি এক গবেষণা মতে, চিকিৎসার জন্য সরকার স্বাস্থ্য খাতে ব্যয় করে মাথাপিছু ১০ ডলার বা ৮০০ টাকার একটু বেশি। পুরোপুরি রোগ নিরাময়ে জনপ্রতি গড়ে প্রয়োজন ৬০ ডলার সমপরিমাণ অর্থ। বাংলাদেশের মানুষ জনপ্রতি গড়ে আরো ৩০ ডলার খরচ করে, ফলে বাকি থেকে যায় ২০ ডলার।

২০১৭-১৮ অর্থবছরে বার্ষিক উন্নয়ন অর্থ কর্মসূচীতে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে ১৬ হাজার এক’শ ৮২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তবে, জরুরি ও মানসম্মত চিকিৎসার নিশ্চয়তাকে প্রাধান্য দিয়ে ‘স্বাস্থ্য সেবা খাতে’ ব্যয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।