চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্বাস্থ্যবিধি মেনে প্রিমিয়ার লিগ শুরুর দাবি

মাঠে স্বাস্থ্যবিধি অক্ষুণ্ণ রেখে ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর দাবি জানিয়েছে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সংগঠন কোয়াব। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠি দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা লিগ চালুর আবেদন করেছে।

১৫ ও ১৬ মার্চ প্রথম রাউন্ড মাঠে গড়ানোর পর দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে লিগ স্থগিতের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে দেশের সকল ক্রিকেটীয় কার্যক্রম।

ঈদের পরপর খেলা শুরু করা না গেলে এ মৌসুমের লিগ বাতিল হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেবে। যে কারণে কোয়াবের দাবি, স্বাস্থ্যবিধি মেনে খেলা মাঠে ফেরানোর।

সংগঠনটির কর্মকর্তারা অনলাইনে আলোচনা করে সবাই একমত হওয়ার পর বিসিবি ও লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বরাবর চিঠি দিয়েছে।

সভায় ছিলেন কোয়াব সভাপতি নাঈমুর রহমান, সাধারণ সম্পাদক দেবব্রত পাল, সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজন, আকরাম খান, হাবিবুল বাশার, তামিম ইকবাল, মুমিনুল হক, তুষার ইমরান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শাহরিয়ার নাফীস ও নুরুল হাসান সোহান।