চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্পেনের ইতিহাসে প্রথম অনাস্থা ভোট, প্রধানমন্ত্রী রাখয় পদচ্যুত

পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পদচ্যুত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়। স্পেনের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হারলেন।

ক্ষমতাসীন দল পিপলস পার্টি (পিপি) বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় প্রধানমন্ত্রী রাখয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন স্প্যানিশ স্যোশালিস্ট ওয়ার্কার্স পার্টির (পিএসওই) নেতা পেদ্রো সানচেজ। তিনিই এখন স্পেনের নতুন প্রধানমন্ত্রী হবেন।

শুক্রবার পার্লামেন্টে ভোটের আগে সানচেজ বলেছিলেন, ‘আমরা দেশের গণতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি।’

রক্ষণশীল পিপলস পার্টি নেতা রাখয় ২০১১ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রী ছিলেন। শুক্রবার পার্লামেন্টে দ্বিতীয় দিনের মত বিতর্ক চলার সময়ই তিনি পরাজয়ের মুখে রয়েছেন বলে আভাস দিয়েছিলেন।

ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৮০ জন এমপি, বিপক্ষে পড়ে ১৬৯ ভোট এবং একজন ভোটদানে বিরত ছিলেন।

অন্যদিকে, স্যোশালিস্ট নেতা সানচেজ অনেকগুলো ছোট দলের সমর্থন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।