চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লটকন চাষে লাভবান কুড়িগ্রামের কৃষক

কুড়িগ্রামে বাড়ছে বাণিজ্যিকভিত্তিতে লটকন চাষ। স্থানীয় চাহিদা মিটিয়ে এ অঞ্চলে উৎপাদিত লটকন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। লটকন চাষ করে লাভবান সেখানকার প্রান্তিক কৃষক।

স্বাদে টক ফল লটকন এখন বাণিজ্যিকভিত্তিতে চাষ হচ্ছে কুড়িগ্রামে। জেলা সদর উপজেলার কাছালবাড়ি, রাজারহাট উপজেলার ছিনাই, বিদ্যানন্দ, উমরমজিদ ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকায় দুশ’ ৪৪ টি বাগানে বাণিজ্যিকভিত্তিতে চাষ হয়েছে লটকনের।

প্রতি মণ লটকন বাজারে বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২শ’ টাকায়।

জেলায় এবার ৮১ হেক্টর জমিতে লটকনের বাগান করা হয়েছে। কৃষি বিভাগ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছে পাঁচশ’ ৭৫ মেট্রিক টন।

বাড়ির আশপাশের পতিত জমিতে এবং ফল ও সুপারির বাগানের পাশে সাথি ফসল হিসেবে অল্প খরচে সহজেই গড়ে তোলা যায় লটকনের বাগান। চারা লাগানোর তিন থেকে চার বছরেই ফল ধরে গাছে। রাসায়নিক সার বা কিটনাশকের প্রয়োজন হয় না।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: