চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্টকহোমে হামলায় ব্যবহৃত লরিতে সন্দেহজনক ডিভাইস

সুইডেনের স্টকহোমের ডিপার্টমেন্টাল স্টোরে হামলায় ব্যবহৃত লরিতে একটি সন্দেহজনক ডিভাইস পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে সুইডেনের পুলিশ।

গাড়ি চালকের আসনের ওপর ডিভাইসটি পাওয়া যায় এমনটাই জানিয়েছেন জাতীয় পুলিশ কমিশনার ড্যান এলিয়াসন। তবে এটি বোমা কিনা তা নিশ্চিত করা যায়নি।

জাতীয় পুলিশ কমিশনার এলিয়াসন আরও বলেন, এই হামলায় আটককৃত সন্দেহভাজন হামলাকারী উজবেকিস্তানের নাগরিক। তার বয়স ৩৯ বছর। তবে তার নাম জানা যায়নি। ওই ব্যক্তি হামলায় জড়িত, এতে কোনো সন্দেহ নেই।

তবে এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা সেটা  এখন বলতে পারছি না বলে জানিয়েছেন তিনি ।

জাতীয় নিরাপত্তা পুলিশের প্রধান অ্যান্ডার্স থর্নবার্গ বলেছেন, হামলাকারী ব্যক্তি সম্পর্কে গোয়েন্দারা আগে থেকে অবগত ছিল। তবে সে তদন্তের আওতায় ছিল না।

তিনি আরও বলেন এটা স্পষ্ট নয় যে হামলাকারী সুইডেনে বসবাস করছিল কিনা।

হামলার পর সুইডেনের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি,  শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে পুলিশ।

গত শুক্রবার স্টকহোমের আহলেন্স ডিপার্টমেন্টাল স্টোরে একটা  লরি ঢুকিয়ে দেয় সন্দেহভাজন সন্ত্রাসী। এতে চারজন নিহত হন, আহত হন ১০ জন।