চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্কুল ছাত্রী রিশা হত্যা: আসামি ওবায়দুলের মৃত্যুদণ্ড

রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার একমাত্র আসামি ওবায়দুল হককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত।

দায়রা জজ কে এম ইমরুল কায়েশ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ছাড়াও তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রায়ে বিচারক কে এম ইমরুল কায়েশ বলেন, আসামি হত্যার উদ্দেশ্যে রিশাকে আঘাত করেছিলেন। আসামি ওবায়দুল ঠাণ্ডা মাথায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করেছেন বলে প্রমাণিত হয়েছে, জানান তিনি।রিশা হত্যা মামলা

২০১৬ সালের ২৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ফুট ওভারব্রিজে রক্তাক্ত অবস্থায় রিশাকে পাওয়া যায়। ২৮ আগস্ট সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।