চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্কুলের পাঠ্য হলো রিমার সিনেমা

রিমা দাস পরিচালিত আসামি ছবি ‘ভিলেজ রকস্টারস’ এবছর অস্কারে মনোনয়ন পেয়েছিল। পুরস্কার না জিততে পারলেও ছবিটি প্রশংসা কুড়িয়েছে। এবার আসামে সপ্তম শ্রেণীর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে ছবিটি।

এই প্রসঙ্গে রিমা দাস বলেন, ‘আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন, মা প্রেস চালাতেন। আমি শিক্ষক হওয়ার চেষ্টা করছিলাম। আমার পরিবার সবসময়ে শিক্ষার উপর জোর দিয়েছে। আমার সব অর্জনের মাঝে এই অর্জনে সবচাইতে খুশি হয়েছে বাবা-মা। ভিলেজ রকস্টার্স টিম খুবই খুশি।’

সিঙ্গেল মাদার এবং তাঁর সন্তানকে নিয়েই এগিয়েছে ছবির গল্প। ১০ বছরের সন্তানের স্বপ্ন একটি রক ব্যান্ড প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন থেকেই গ্রামে একটা ইলেকট্রিক গিটারের সন্ধান শুরু তার। এই চরিত্রে অভিনয় করেছে বনিতা দাস। ছবিটি নির্মাণ করতে চার বছর লেগেছে। বেশিরভাগ শুটিং হয়েছে রিমা দাসের গ্রাম কালারদিয়ায়। ছবিটি এবছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। এছাড়াও গতবছর অক্সফাম অ্যাওয়ার্ড জিতেছে ছবিটি।