চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সৌরভের মতে বিশ্বকাপের শেষ চারে পাকিস্তানও

বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। নিজ দেশ ভারতের সঙ্গে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও এবারের স্বাগতিক ইংল্যান্ড। সঙ্গে আছে পাকিস্তানও।

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট না হওয়া এবং বোর্ডে চলতে থাকা বিরতিহীন বিতর্কের কারণে অনেকেই পাকিস্তানকে হিসাবের খাতায় রাখতে চান না। অন্যরা যাই বলুক, পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক।

সৌরভ বলেছেন, ‘আমার চার সেমিফাইলিস্ট হল- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান। এবং অবশ্যই ভারত চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।’

আইপিএলে এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবে কাজ করছেন সৌরভ। তার সঙ্গে আছেন রিকি পন্টিংও। দুজনের পরামর্শে বেশ সাফল্যের মধ্যেই আছে দিল্লি। আইপিএলের সঙ্গে ভারতীয় সাবেক অধিনায়কের মাথায় রয়েছে বিশ্বকাপও।

এবারের বিশ্বকাপ হবে নতুন ফরম্যাটে। দশ দলের সবাই সবার সঙ্গে খেলবে। এ প্রসঙ্গে সৌরভ বললেন, ‘আমার মনে হয়, এবারের বিশ্বকাপটা মনে রাখার মতো উত্তেজক হতে যাচ্ছে। ভারতীয় দল দারুণ শক্তিশালী। যেকোনো টুর্নামেন্টেই ভারত ফেভারিট হয়ে খেলতে নামে। এই বিশ্বকাপটাই সম্ভবত সেরা ফরম্যাটে খেলা হচ্ছে। চারটা সেরা দল সেমিফাইনাল খেলবে। তবে কোনো দলই দুর্বল নয়।’

পন্টিংয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন সৌরভ। তার বক্তব্য, ‘আমাদের অনেক দিনের বন্ধুত্ব। ২০০৩ সালের বিশ্বকাপে আমি রানার্সআপ হয়েছিলাম, পন্টিং জিতেছিল। তার অভিজ্ঞতা বিশাল। তাছাড়া যেভাবে ক্রিকেটারদের সঙ্গে মিশে গেছে, সেটা দেখার মতো। এক কথায়, দারুণ কোচ।’