চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সোহেল তাজের নিখোঁজ ভাগ্নের হোয়াটস অ্যাপ থেকে কল এসেছিল

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের নিখোঁজ ভাগ্নের হোয়াটস অ্যাপ নম্বর থেকে তার বাবা-মায়ের কাছে কল এসেছিল বলে জানিয়েছেন সোহেল তাজ। মামাতো বোনের ছেলে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) নিখোঁজের ঘটনায় দ্বিতীয় দিনের মতো ফেসবুক লাইভে এসে এসব জানিয়েছেন তিনি।

বুধবার বেলা বারোটার দিকে তিনি ফেসবুক লাইভে এসে প্রায় ৯ মিনিট ৩০ সেকেন্ড কথা বলেন। এ সময় সৌরভের মা-বাবা তার সঙ্গে ছিলেন।

সোহেল তাজ জানান: মঙ্গলবার দিবাগত রাতে সৌরভের নম্বর থেকে হোয়াটস অ্যাপে কল এসেছে তার বাবা-মায়ের কাছে। এছাড়াও এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কী কী কথা হয়েছে সেসব নিয়েও সৌরভের বাবা-মার সঙ্গে কথা বলেন তিনি।

৯ মিনিট ৩০ সেকেন্ডের ওই লাইভে সোহেল তাজ বলেন: গতকাল রাতে আড়াইটার দিকে আমার বোন ফোন করে জানান সৌরভের ফোন নম্বর থেকে তাদের কাছে ২ থেকে ৩ বার ফোন এসেছে। সেসময় সৌরভের বাবা-মা হ্যালো হ্যালো বললেও অপরপ্রান্ত থেকে কোনো শব্দ শোনা যায়নি।

হোয়াটস অ্যাপ ব্যবহার করে সৌরভের বাবার ফোনে কল আসে রাত ২টা ২০ মিনিটের দিকে। অনেকবার হ্যালো বলার পরও কারো সাড়া শব্দ পাওয়া যায়নি।

সেজন্য অপরপ্রান্তে কে ছিলেন তা বলতে পারছেন না তারা। সৌরভের নম্বরটি খোলা আছে। কিন্তু রিং বাজলেও কেউ আর কল রিসিভ করছে না।

সৌরভের বাবা বলেন: আমি আমার ছেলেকে মেসেজ পাঠিয়েছি বাবা তুমি কোথায় আছো? কেমন আছো? তুমি না আসতে পারলে বলো আমরা তোমাকে নিয়ে আসি।

পুলিশকে বিষয়টি জানিয়েছে সোহেল তাজের পরিবার। প্রযুক্তি ব্যবহার করে পাঁচলাইশ থানা পুলিশ, ডিসি নর্থ, ডিসি কাউন্টার টেররিজম ইউনিট আশ্বস্ত করেছেন নম্বরটি ট্রেস করার।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ তার মামাতো বোনের ছেলেকে (ভাগ্নে) সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) অপহরণের অভিযোগ করেছেন।

শুক্রবার রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টের সঙ্গে তার ভাগ্নের একটি ছবিও যুক্ত করে দেন। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হৈচৈ চলছে।