চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৌম্য যাদের আউট করেছেন

মিরপুর টেস্টে নিজের তৃতীয় ওভারেই উইকেট পেয়েছেন সৌম্য সরকার। সাজঘরে পাঠিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে। টেস্ট ক্যারিয়ারে এটি সৌম্যর চতুর্থ উইকেট। ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ১০৪ রান।

মূল কাজটা ব্যাটিং হলেও মিডিয়াম পেস বোলিংটা মন্দ নয় সৌম্যর। শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের একাদশে ভারসাম্য রাখতে আবু জায়েদ রাহির সঙ্গে দ্বিতীয় পেসারের ভূমিকায় তাই সৌম্য।

বল হাতে আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবেই। ফিফটির খুব কাছে থাকা ব্র্যাথওয়েট (৪৭) ক্যাচ দেন স্লিপে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে।

টেস্টে সৌম্য আগে যে তিনটি উইকেট পেয়েছেন সেটির কোনোটিই হেলাফেলার নয়। স্বীকৃত ব্যাটসম্যানদের আউট করেছেন তিনি।

প্রথম টেস্ট উইকেট ২০১৫ সালে, পাকিস্তানের বিপক্ষে মিরপুরেই। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো আজহার আলিকে আউট করেছিলেন দ্বিতীয় ইনিংসে।

২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে হ্যামিল্টন টেস্টে নেন ২ উইকেট। প্রথম ইনিংসে সাজঘরে পাঠান সেঞ্চুরি করা টম ল্যাথাম ও রস টেলরকে। সৌম্যের নামের পাশে এপর্যন্ত যে ৪টি উইকেট, সবই প্রতিপক্ষ দলের সেরা ব্যাটসম্যানদের।