চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৌদি যুবরাজ কি জীবিত?

রাজপ্রাসাদে এক সন্দেহজনক অভ্যুত্থানে গোলাগুলিতে সৌদি যুবরাজের নিহত হওয়ার গুঞ্জনকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানে সৌদি দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

পাকিস্তান টুডে’কে তিনি বলেন: এটি জনগণের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করতে শত্রুপক্ষের হিংস্র প্রচারণা।

২৭ এপ্রিল তোলা সৌদি যুবরাজের একটি ছবির কথা উল্লেখ করে এই কর্মকর্তা জানান: ‘রয়্যাল রাম্বল’ রেসলিং প্রোগ্রাম শুরু হওয়ার আগ মুহূর্তে ছবিটি তোলা। মোহাম্মদ নিজের চেম্বারে অন্য অতিথিদের সঙ্গে বসে খেলাটি উপভোগ করেছিলেন।

‘২১ এপ্রিল যদি যুবরাজের ওপর হামলা হয়ে থাকত, তাহলে ২৭ এপ্রিল এই অনুষ্ঠানে অংশ নেয়া তার পক্ষে কীভাবে সম্ভব? তাই এই মিথ্যাকে প্রত্যাখ্যান করলাম’, বলেন তিনি।

সৌদি আরব-যুবরাজ-মোহাম্মদ বিন সালমান
রয়্যাল রাম্বল অনুষ্ঠানে তোলা যুবরাজের ছবি

গত ২১ এপ্রিল অনেকগুলো গণমাধ্যমের খবরে বলা হয়, রিয়াদে সৌদি রাজপ্রাসাদে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যায়। স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, ঘটনার সময় বাদশাহ সালমান প্রাসাদ ছেড়ে কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছিলেন।

তবে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছিল, প্রাসাদের কাছ দিয়ে যাওয়া একটি ড্রোনকে নামাতে গুলি ছোড়েন নিরাপত্তাকর্মীরা।

গত সপ্তাহ থেকে ইরান ও রাশিয়ার কয়েকটি গণমাধ্যম যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করে রিপোর্ট করছে। ইরানের বার্তা সংস্থা ফারস-এর খবরে বলা হয়, মোহাম্মদ এমন একজন ব্যক্তি, যাকে প্রায়ই গণমাধ্যমে দেখা যেত। কিন্তু রিয়াদের ওই গোলাগুলির পর ২৭ দিন ধরে তার অনুপস্থিতি উদ্বেগ বাড়িয়েছে।

সৌদি আরব-যুবরাজ-মোহাম্মদ বিন সালমান
সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তোলা ছবিতে কিদ্বিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে যুবরাজ

গোলাগুলির ঘটনায় যুবরাজের মৃত্যু হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় বিভিন্ন প্রতিবেদনে।

ইরান ও রাশিয়ার গণমাধ্যমের হাতে যুবরাজের মৃত্যুর গুজব ছড়ালেও এবার রুশ একটি মাধ্যমই সেই গুজব প্রতিহত করে তার বেঁচে থাকার প্রমাণ দেয়ার চেষ্টা করছে। দেশটির বার্তা সংস্থা স্পুটনিক ইন্টারন্যাশনাল জানিয়েছে, ওই গোলাগুলির খবরের সপ্তাহখানেক পরই যুবরাজকে বাদশাহ সালমানের সঙ্গে কয়েকশ’ কোটি ডলারের বিনোদন রিসোর্ট ‘কিদ্বিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়।

আবার গত ১৮ মে যুবরাজের ব্যক্তিগত দপ্তরের পরিচালক বদর আল আসাকার নিজস্ব ভেরিফায়েড টুইটার পেজে একটি ছবি পোস্ট করেন। সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নায়হান, বাহরাইনের বাদশা বিন ইসা ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে একসঙ্গে দেখা যায়।

বদর আল আসাকার টুইটে বলেন, কয়েক দিন আগে মিসরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি দুই ভাইয়ের এক বন্ধুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছিলেন। অবশ্য ওই টুইটে সেই বৈঠকের কোনো দিন-তারিখ লেখা নেই।