চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৌদি মরুভূমিতে বাংলাদেশি কৃষিপণ্যের চাষাবাদ

সৌদি আরবের মরুভূমিতে বাংলাদেশি বীজ থেকে নানা ধরনের শাক-সবজি উৎপাদন করছেন প্রবাসী বাংলাদেশিরা। পালন করছে বিভিন্ন প্রজাতির গবাদি পশু।

খামার মালিক স্বপন জানান, বাংলাদেশি বীজের লাউ, করল্লা, শশা, মরিচ, টমেটো, চিচিঙ্গাসহ প্রায় বিশ ধরনের সবজি চাষাবাদ করেন তারা।

আরেক খামারি লালন জানান, সবজি চাষাবাদের পাশাপাশি হাঁস, মুরগি, কবুতর, খরগোশ ও ছাগল পালন করে তারা ব্যাপক সফলতা পেয়েছেন।

সৌদি বাজারে এ সব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। সৌদি আরবে মহানবীর (সঃ) স্মৃতি বিজড়িত ঐতিহাসিক হুদাইবিয়া এলাকা ঘুরে দেখা যায় বেশ কয়েকটি খামারের উদ্যোক্তাই প্রবাসী বাংলাদেশি।

বিদেশের মাটিতে দেশি শাকসবজি উৎপাদন আর গবাদি পশু পালন করতে পেরে উচ্ছ্বসিত প্রবাসি বাংলাদেশিরা।