চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৌদি ক্রীড়াঙ্গনেও নারীর পদধূলি

ধীরে হলেও সমাজের নানা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সৌদি আরবের নারীরা। কয়েকদিন আগেই ইতিহাস সৃষ্টি করে গাড়ি চালানোর অনুমতি পেয়েছে তারা। এবার সৌদি ক্রীড়াঙ্গনেও পড়ল নারীর পদধূলি। দেশটির স্পোর্টস ফেডারেশনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একজন নারীকে।

প্রিন্সেস রিমা বিনতে বন্দর বিন সুলতানকে সৌদি মাল্টি-স্পোর্টস ফেডারেশনের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সৌদিতে প্রথম নারী যিনি ক্রীড়া কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেলেন।

সৌদি আরবের অলিম্পিক কমিটির চেয়ারম্যান তুর্কি বিন আব্দুল মহসিন আল আসিখ দায়িত্বপ্রাপ্ত হিসেবে রিমার নাম ঘোষণা করেন। তিনি অলিম্পিক কমিটির সাধারণ সম্পাদক ও স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করেন। এসময় রিমাকে দায়িত্ব দেওয়ার কথা জানান।