চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৌদি আরবে ১৫ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করার অভিযোগে ১৫ হাজার ৬৯ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে খবর প্রকাশ করেছে সৌদি গেজেট।

ওই প্রতিবেদনে বলা হয়, ২ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে দেশটির বিভিন্ন কোম্পানিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও বিশেষ পাসপোর্ট (জাওয়াজাত) ব্যবস্থা সম্পন্ন করার পরপরই ব্যাপক ধরপাকড় শুরু হয়।

সৌদি গেজেট জানায়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কঠোয় হুঁশিয়ারি দিয়েছে। যে বা যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে কিংবা কাজ বা আবাসনের যোগান দেবে বা কোনভাবে তাদের সহায়তা করবে তাদের জন্য কমপক্ষে ১৫ বছরের জেলের সাজা প্রদান করা হবে।

পাশাপাশি ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা আদায়ের কথাও জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি স্থানীয় গণমাধ্যমে আশ্রয়দাতা ও সহায়তাকারীদের নাম প্রকাশের হুঁশিয়ারিও দেয়া হয়।

আটকদের মধ্যে ৭ হাজার ৫৬৭ জনের বিরুদ্ধে আবাসন আইন, ৫ হাজার ৬০০ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৯০২ জনের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে।