চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সোহান কিপিংয়ে দুর্দান্ত, মুশফিকও অসাধারণ: মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে উইকেটরক্ষকের দায়িত্ব ভাগাভাগি করাচ্ছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। প্রথম দুই ম্যাচে গ্লাভস সামলাবেন নুরুল হাসান সোহান, পরের দুম্যাচে মুশফিকুর রহিম। যিনি ভালো করবেন, তার দায়িত্ব পড়বে পঞ্চম তথা শেষ ম্যাচেও।

এমন প্রতিযোগিতা সম্পর্কে টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘প্রভাবের কিছু নেই। মুশফিক ওন্ডারফুল টিমমেট। মুশফিক খুশি মনেই তার অভিজ্ঞতা সোহানের সঙ্গে শেয়ার করছে। সোহান কিপিংয়ে দুর্দান্ত, মুশফিকও অসাধারণ।’

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। তার আগে মঙ্গলবার সিরিজপূর্ব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ দুই কিপারকেই প্রশংসায় ভাসালেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টুয়েন্টি সিরিজে ছিলেন না মুশফিক। গ্লাভস হাতে দায়িত্ব দারুণভাবে সামলেছেন সোহান। যার প্রতিদান পাচ্ছেন কিউইদের বিপক্ষে সিরিজে। প্রথম দুম্যাচ তার দখলে থাকবে কিপিং গ্লাভস।