চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সোহানের সেঞ্চুরি, আল-আমিনের ঝুলিতে ৪ উইকেট

খুলনায় বিসিবি লাল দলের বিপক্ষে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সবুজ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আর চার উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন লাল দলের পেসার আল-আমিন হোসেন।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে আয়োজিত চার দিনের ম্যাচে ৯ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সবুজ দল। জবাবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে লাল দল।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শেখ আবু নাসের স্টেডিয়ামের আউটফিল্ড খেলার উপযোগী করতে পেরিয়ে যায় অর্ধবেলা। পরে দুপুর দেড়টা নাগাদ শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন চা-বিরতির পর বাজে আউটফিল্ডের কারণে খেলতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ছাড়ে সৌম্য সরকারের লাল দল। ফিল্ডিং করতে গিয়ে চোট পান সৌম্যসহ তিন ক্রিকেটার। ভেজা মাঠে বড় ধরণের ঝুঁকি থাকায় পরে আর খেলাই হয়নি। মাঠ ঠিক করতে নেমে পড়েন কিউরেটর-গ্রাউন্ডসম্যানরা।

দুই সেশনের বেশি সময় নষ্ট হওয়ায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা চলেছে মাঠে আলো থাকা অবধি। সাইফ হাসান ২৪ রান করে তাইজুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন। সৌম্য সরকার ২১ ও আল-আমিন (জুনিয়র) শূন্য রানে অপরাজিত থেকে শেষ করেন।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা আল-আমিনের জ্বলে ওঠার দিনে আবু জায়েদ রাহি নেন দুটি উইকেট। তাসকিন আহমেদ, ইরফান সাজ্জাদ ও জুবায়ের হোসেন লিখন নিয়েছেন একটি করে উইকেট।

৬ উইকেটে ১৭৭ রান নিয়ে বিসিবি সবুজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে দুপুর পেরিয়ে। দলকে লড়াকু সংগ্রহ এনে দেন সোহান। ১৮৮ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় সাজান তিন অঙ্ক পেরোনো ইনিংসটি।

মেহেদী হাসানের ব্যাট থেকে আসে ৩১ রান। প্রথম দিন ইমরুল কায়েস ৫৮ রানের ইনিংস খেলে দলের বিপর্যয় সামাল দেন।