চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের ভবিষ্যৎ জানালেন মোদি

আন্তর্জাতিক নারী দিবস নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের ভবিষ্যৎ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার রাত থেকে একটি প্রশ্নেই তোলপাড় ছিল নেট দুনিয়া। অবশেষে মোদি নিজেই সেই রহস্য ভাঙলেন।

মোদি তার নিজের টুইট বার্তায় জানান, আগামী রবিবার আন্তর্জাতিক নারী দিবসে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সামলাবেন না তিনি। বরং সেদিন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সামলাবেন নারীরা। সেই নারীরা যাঁরা সমাজকে অনুপ্রেরণা জুগিয়েছেন।

টুইটবার্তায় মোদী আরও বলেন, ‘এই নারী দিবসে, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেই মহিলাদের হাতে তুলে দেব যাঁরা নিজেদের কাজ ও জীবনের মাধ্যমে আমাদের উদ্ধুদ্ধ করেছেন। যা লাখ লাখ (মহিলাদের) অনুপ্রেরণা জোগাবে’।

তবে কে এই গুরুদায়িত্ব পাবেন, সেজন্য নিজেদের অনুপ্রেরণামূলক কাহিনী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে। এমনকি নিজের পরিচিত কোনও মহিলার জীবন কাহিনী যদি অনুপ্রেরণামূলক হয়, তাহলে আপনিও তাঁর কাহিনী তুলে ধরতে পারেন।

সেই কাহিনী টুইটার, ইনস্টগ্রাম ও ফেসবুকে পোস্ট করতে হবে। সঙ্গে দিতে হবে #SheInspiresUs হ্যাশট্যাগ। ইউটিউবে ভিডিও পোস্ট করা যাবে। সেক্ষেত্রেও #SheInspiresUs হ্যাশট্যাগ।