চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সোনালি পাট নিয়ে ব্যস্ত কৃষক

পাট এক সময়ের সোনালি আঁশ। পাটকে নিয়ে কৃষকের ছিলো দারুন ব্যস্ততা। সময়ের সাথে সাথে ম্লান হয়ে গিয়েছিলো পাটের সোনালি রঙ। কমে গিয়েছিলো পাটের কদর। তবে কৃষক আশায় আছে আবার হয়তো ফিরবে পাটের সুদিন। সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকলের প্রচেষ্টায় হয়তো আবারও সোনালি আঁশের সোনারঙা দিন ফেরানো সম্ভব। সম্ভব কৃষকের ঘাম ও শ্রমের দাম ফিরিয়ে আনা।

কৃষক রোদে মেলে দিচ্ছে সোনালি আঁশ

 

শুধু পাট নয়, পাটকাঠিও শুকিয়ে নিচ্ছে কৃষক। বর্ষাদিনে জ্বালানি, আবার ঘর বাঁধায়ও এর কদর রয়েছে বেশ।
পাটশোলার আড়ালে রঙিন শৈশব। গ্রামে বড় হওয়া মানুষকে এ ছবি নিশ্চয়ই স্মৃতিকাতর করবে।
শুধু কৃষক নয়, কৃষাণীও ব্যস্ত।