চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সোনাই-পরীর চরিত্রে রিয়াজ-জয়াকে ভেবেছিলাম: ‘মনপুরা’র ১৩ বছর পূর্তিতে নির্মাতা

২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় গিয়াস উদ্দিন সেলিমের প্রথম চলচ্চিত্র ‘মনপুরা’। মুক্তির পর সারা দেশে তুমুল আলোড়ন ফেলে চলচ্চিত্রটি। শহর থেকে গ্রাম, সবখানেই ‘মনপুরা’র জয়জয়কার। মনে করা হয়, নানা কারণে যে মধ্যবিত্ত শ্রেণি প্রেক্ষাগৃহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলো- ‘মনপুরা’র মাধ্যমে আবারও প্রেক্ষাগৃহে ফিরে তারা। গ্রাম বাংলার আবহমানের প্রেমের গল্পটি দেখে সেসময় মুগ্ধ হননি, এমন বাঙালি দর্শক খুঁজে পাওয়া যাবে না। সেই আলোচিত বাংলা চলচ্চিত্রটির ১৩ বছর পূর্তি রবিবার। তার আগে চ্যানেল আই অনলাইনের সাথে ‘মনপুরা’ নিয়ে স্মৃতিচারণ করছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম…