চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৈয়দ শামসুল হককে শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

কেন্দ্রীয় শহীদ মিনারে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১টা পর্যন্ত সৈয়দ হকের মরদেহ রাখা হয়।

সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ হককে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তার জানাযা সম্পন্ন হয়েছে। নামাযে জানাযার পর তাকে হেলিকপ্টারে করে জন্মস্থান কুড়িগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সরকারি কলেজ মাঠের পাশে কবির নির্ধারণ করে দেওয়া স্থানেই তাঁকে দাফন করা হবে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে চ্যানেল আই প্রাঙ্গণে সৈয়দ হকের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় চ্যানেল আই পরিবারের সদস্যসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক মানুষ অংশ নেন।