চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সেলফি নিষিদ্ধ

নিরাপত্তাজনিত কারণে থিমপার্কে সেলফিস্টিক নিষিদ্ধ করেছে ডিজনি। বিভিন্ন রাইডে আগেই সেলফি তোলা নিষিদ্ধ হলেও এখন পার্কে ভ্রমণকারীরা আর সেলফি তুলতে পারবেন না।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডিজনিপার্কে সেলফি নিষিদ্ধ হয়েছে। প্যারিস ও হংকং এর ডিজনি পার্কেও বুধবার থেকে সেলফি নিষিদ্ধ হবে।

ডিজনির একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, ডিজনিপার্কে ভ্রমণকারী ও হোস্টদের জন্য সেলফি দিন দিন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাত উঁচিয়ে ছবি তোলার এই ভঙ্গিতে ছবি ভালো আসলেও পার্কে চলাচলরত ভ্রমণকারীরা এতে যে কোনো সময় গুরুতর আহত হতে পারে। আবারা রাইডে চড়া অবস্থায় হাত ছড়িয়ে সেলফি তোলার সময় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই এখন থেকে পার্কে প্রবেশের সময় ভ্রমণকারীদের তাদের সেলফি লকারে রেখে যেতে হবে। যাওয়ার সময় আবার তা সংগ্রহ করে নিবে।

শুধু ডিজনি পার্কেই নয় উইমব্লেডনে বেশ কয়েকটি ফুটবল ক্লাব, অল ইংল্যান্ড লনটেনিস এন্ড ক্রোকুইট ক্লাবে ভ্রমণকারীদের নিরাপত্তার কথা চিন্তা করে ইতিমধ্যে সেলফিস্টিক নিষিদ্ধ করা হয়েছে।