চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সেলফি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর নিহত

ভারতের মুম্বাই এ ট্রেনের ওপর সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে ১৪ বছরের সাহিল চন্দ্রকান্ত। সোমবার স্থানীয় সময় দুপুর পৌনে ২ টায় নাহুর স্টেশনের কাছে কানঞ্জুমার্গ এলাকায় ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় সাহিলের শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।

কুরলা জিআরপি কর্মকর্তারা বলেন, প্রত্যক্ষদর্শী শারাদ চৌহানের ভাষ্যমতে সেন্ট জেভিয়ার হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র সাহিল ঘটনার দিন স্টেশনের কাছে দাঁড় করিয়ে রাখা ট্রেনের ওপর উঠে সেলফি তুলছিলো। তখন ভুলবশত মাথার ওপর বৈদ্যুতিক তার স্পর্শ করে ফেললে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে সাহিল।

কুরলা জিআরপি’র একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, তারা সাহিলের ফোনটি খুঁজে বের করার চেষ্টা করছে। ফোনটি পাওয়া গেলে তারা বলতে পারবে সেদিন দুপুরে কী হয়েছিলো।

তিনি আরো বলেন, আমরা আরো তদন্ত করছি ঘটনার সময় সাহিল কি একা ছিলো নাকি তার বন্ধুদের সঙ্গে ছিলো।

সাহিলের প্রতিবেশি শারাদ জানায়, প্রতিদিনের মতো সেদিনও সাহিল বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিলো। দুর্ঘটনার পর সাহিল ট্রেনের ওপর থেকে ছিটকে পড়ে যায়। জ্ঞান হারানোর আগে সাহিল পুলিশ কন্সটেবলকে তার মায়ের ফোন নম্বর দেয়।

স্থানীয় সময় দুপুর আড়াইটার মধ্যে সাহিলকে রাজওয়াদি হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল সাড়ে ৫টায় চিকিৎসক সাহিলকে মৃত ঘোষণা করেন।

চলতি বছরের জানুয়ারিতে, ট্রেনের ওপর সেলফি তোলার সময় ২ হাজার ৫’শ ভোল্টের বৈদ্যুতিক তার স্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলো ১৬ বছর বয়সী গণেশ কুমকুমওয়াতি। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিলো।