চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সেন্সর পেল ‘আগস্ট ১৯৭৫’, শোক দিবসে সিনেবাজে মুক্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার স্বপরিবারকে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়ে নির্মিত ‘আগস্ট ১৯৭৫’ সিনেমাটি চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বলেন, মঙ্গলবার সেন্সর বোর্ড থেকে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমাটি আনকাট সেন্সর দেয়া হয়েছে।

সেন্সর পেলেও এখনই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাইছেন না এর প্রযোজক ও পরিচালক সেলিম খান। তার কথা, করোনার কারণে অধিকাংশ সিনেমা হল বন্ধ। কিছু হল খোলা থাকলেও বিচ্ছিন্নভাবে চলছে। এতো প্রত্যাশার সিনেমাটি ছন্নছাড়াভাবে এখনই হলে দিতে চাইনা। সরকারীভাবে সিনেমা হল খোলা পূর্ণ নির্দেশ পেলে ‘আগস্ট ১৯৭৫ হলে মুক্তি দেব।

তবে সিনেমা হলে মুক্তি না পেলেও ‘আগস্ট ১৯৭৫’ সিনেবাজ অ্যাপে দেখা যাবে বলে জানান সেলিম খান। তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিনেবাজ অ্যাপে মুক্তি দেয়া হচ্ছে। সম্পূর্ণে বিনামূল্যে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

‘আগস্ট ১৯৭৫’ সিনেমার কাহিনী ও চিত্রনাট্য করেছেন শামীম আহমেদ রনী। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেষ রাত থেকে ১৬ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহ দাফন পর্যন্ত কী ঘটেছিল ইতিহাসের সেই কাহিনির আলোকে আগস্ট ১৯৭৫ সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

গেল বছর জুলাইতে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছিল। তারকাবহুল সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, তৌকীর আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানভীন সুইটি, তাসকিন রহমান, আনিসুর রহমান মিলন, মাজনুন মিজান, শাহেদ আলী, শহিদুজ্জামান সেলিম, তুষার খান, ফলজুর রহমান বাবু, মাসুমা রহমান নাবিলা, আমান রেজা প্রমুখ।