চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সেনাবাহিনীর প্রচেষ্টায় সুস্থ হচ্ছেন ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত ২ জন

বান্দরবানের গহীন চিম্বুকপাড়ায় বন্য হিংস্র ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত উপজাতীয় ৫ বছরের শিশু মঙ্গলিয়া মুরং এবং তার দাদা ইয়াং সাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ঐদিন দূর্গম পাহাড় থেকে সেনাবাহিনী তাদের উদ্ধার করে হেলিকপ্টারে না আনলে কোন অবস্থাতেই এদের বাঁচানো সম্ভব হতোনা।

সংবাদ সম্মেলনে মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

গত ২৬ ফেব্রুয়ারী বান্দরবানের চিম্বুকপাড়ায় বন্য হিংস্র ভাল্লুক প্রথমে শিশু মঙ্গলিয় মুরংকে আক্রমণ করে। তখন নাতিকে বাঁচাতে দাদা ইয়াংসাই এগিয়ে গেলে তাকেও আক্রমণ করে। ঐসময় তাদের আর্তচিৎকারে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে এসে তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী সেনা ক্যাম্পে নিয়ে যায়।

পরে চট্টগ্রাম জিওসির নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী তাদেরকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

তাৎক্ষণিক সেনাবাহিনীর এ উদ্যোগের জন্য স্থানীয় উপজাতীয়রা সেনাবাহিনীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।