চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সেঞ্চুরি করে কথা রাখলেন মুমিনুল

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেই সেঞ্চুরি খরা কাটবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। কেউ না কেউ একশ, দুইশ এমনকি তিনশও করতে পারে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক যে কথা দিয়েছিলেন, সেটি রেখেছেন নিজের ব্যাট দিয়েই। করেছেন অসাধারণ এক সেঞ্চুরি।

৭ উইকেট হাতে রেখেই প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। দলীয় সংগ্রহ ছাড়িয়েছে তিনশ। সেঞ্চুরির দিকে ছুটছেন মুশফিকুর রহিমও।

মিরপুর টেস্টের তৃতীয় দিনের সকালেই তিনঅঙ্ক ছুঁয়েছেন মুমিনুল। আগেরদিন শেষ করেন ৭৯ রানে অপরাজিত থেকে। সাদা পোশাকে মুমিনুলের নবম সেঞ্চুরির উদযাপন ছিল সাদামাটা। জিম্বাবুয়ে পেসার ডোনাল্ড ত্রিপানোকে লংঅন দিয়ে চার মেরে ১৫৬ বলে পৌঁছান সেঞ্চুরিতে। মারেন ১২টি চার।

মুমিনুল সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৮ সালের নভেম্বরে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রায় দেড় বছর পর সেঞ্চুরি পেলেন। এই সময়ে খেলেছেন সাতটি টেস্ট।

২০২০-এর বসন্তে এসে মুমিনুল কাটালেন সেঞ্চুরি খরা। ছুঁয়ে ফেললেন টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি (৯) সেঞ্চুরি করা তামিম ইকবালকে।