চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সেঞ্চুরির পর নাসিরের ৪ উইকেট

ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখালেন নাসির হোসেন। বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে অসাধারণ সেঞ্চুরি তুলেছেন রংপুরের তারকা। পরে বল হাতে ঢাকা বিভাগের ৪ ব্যাটসম্যানকে আউট করে দলকে রেখেছেন কক্ষপথে।

বিকেএসপিতে ৯৩ রানে তৃতীয় দিন শুরু করা নাসির আউট হয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টম সেঞ্চুরি পূর্ণ করে। ডানহাতি ব্যাটসম্যান থামেন ১১৫ রানে। তার ২৫২ বলের ইনিংসে ছিল ১১ চার ও ৪টি ছয়ের মার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আগেরদিন নাসির যখন উইকেটে নামে, তখন ৩৫ রানে রংপুরের নেই ৪ উইকেট। নিজ বিভাগীয় দলকে টেনে তোলেন একাই। প্রথম ইনিংসে দলকে এনে দেন ২৩০ রানের পুঁজি।

১৩৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ঢাকার দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১২৮ রানে। শেষের চারটি উইকেট নিয়েছেন নাসির। ৯.৫ ওভার বল করে অফস্পিনার দেন ২১ রান।

২৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর তৃতীয় দিন শেষে তুলেছে ২ উইকেট হারিয়ে ৩৫ রান। বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ ও শেষদিনে তাদের করতে হবে আরও ২২৯ রান।