চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সু চি’র কারাদণ্ড দুই বছর কমলো

সরকারের বিরুদ্ধে উস্কানি ও করোনার বিধিনিষেধ ভঙ্গের মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি’র কারাদণ্ডাদেশ চার বছর থেকে কমিয়ে দুই বছর করা হয়েছে।

জান্তা সরকার প্রধান মিন অং হ্লাইং বিশেষ ক্ষমতাবলে সু চির সাজা কমিয়েছেন বলে জানানো হয়েছে।

যদিও একই অভিযোগে সু চি’র সহযোগী ও মিয়ানমারের পদচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের ৪ বছরের কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে।

অবৈধ ওয়াকি-টকি রাখার অভিযোগে ১৪ই ডিসেম্বর আবারও সু চি’কে আদালতে হাজির করার কথা রয়েছে।

গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চি’র বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনসহ ১১টি মামলা হয়েছে।

সেসব মামলার সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে। তবে এসব অভিযোগ অস্বীকার করে এর নিন্দা জানিয়েছেন সু চি।

এরই মধ্যে সু চি’কে দেয়া সাজার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মিয়ানমারের স্বাধীনতাকে শ্বাসরোধ করা হচ্ছে বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।